Wednesday 28 October 2020

Killing the Corona Demon

 

করোনাসুর বধ

দুর্গা দুর্গতিনাশিনী কৈলাসে ফিরে যাবার আগে অভয়বাণী দিয়েছেন এটি লোকসমাজে প্রচারিত হলে সকলের মঙ্গল  

 

মা বলেছেন, মুখোশ পরে থাকিস তোরা ঘরে,

শুদ্ধ মনে মুখ-হাত ধুয়ে স্মরণ করিস মোরে । 

 

পুরাণে যে মহিষাসুর

কলিতে সে-ই করোনাসুর;

মনে রাখিস, করোনাসুর রক্তবীজের ঝাড়

করবি যত ভিড়ভাট্টা ততই তার বাড়‍ ৷   

 

জগতের সব লোককে মিলে থাকতে হবে ঘরে

যুক্তি করে এক সময়ে চোদ্দটি দিন ধরে,

করোনাসুরের দাপাদাপির শক্তি হবে ক্ষয়

আমার হাতে নিধন তখন হবে সে নিশ্চয় ৷

 

ভক্তি, জ্ঞান আর বুদ্ধি-জোরে

দেখ তোরা সব চিন্তা করে ;

কী করবি তা তোদের হাতে,

কিছু লেখা নেই অদৃষ্টতে

No comments:

Featured Post

Invitation

Bored, Are You? Come, Create a thing New