Sunday 8 September 2019

Memories in Music

A Creation by Anuradha Roma Pal Choudhuri

Our beloved Anuradha-di (masi, pisi) is now 80. On the occasion of her 80th Birthday she presented us with her personal memories in music. Here is the first two songs from that recital.


Tuesday 18 June 2019

কবিতার কুঁড়ি



কবিতার সঙ্গে  বন্ধুত্ব  অনেকদিনের - সেই ছোটোবেলা থেকে । সহজপাঠের কবিতার কথা দিয়ে আঁকা ছবি আর আবোলতাবোলের ছড়ার মজাই বোধহয় প্রাথমিক অনুপ্রেরণা ছিল । বাবার DIY করার অভ্যাস ছিল । একবার রান্নার গ্যাসের আগুনে কাঁচের একটা নল গরম করে কিছু একটা করার চেষ্টা করছিলেন, কিন্তু আশানুরূপ ফল হয়নি । সেই ঘটনাটা দু'লাইনে লিখেছিলাম,

গ্যাসের আগুনে কাঁচ গলে গেল
অনেকটা গ্যাস নষ্ট হল ।

এটাই আমার স্মৃতিতে প্রথম স্বরচিত কবিতা । কবিতারা এইরকম দু'চার লাইন করেই মাথায় আসে, কখনো লিখে রাখি, কখনো মনের মধ্যেই হারিয়ে ফেলি ।  এইভাবেই চলে আসছে । ছোটোবেলা থেকে fast forward করে কয়েকদিন আগে লেখা কয়েকটা কবিতার কুঁড়ি নীচে ছড়িয়ে দিলাম । 


সৃষ্টি

ক্লান্তি লাগে যদি  
চিরাচরিতের মাঝে ঘুরে মরি
এসো প্রযুক্তিবিদ ও কবি,  
নতুন একটা সৃষ্টি করি  



স্বীকারোক্তি 

মহাকাব্য লেখার নেই সময় ও ক্ষমতা
লিখি তাই কয়েক লাইনের কবিতা
হয়তো সান্ত্বনা এইটুকু,
জীবনের বড় সত্যগুলো  
আকারে অকিঞ্চিতকর হাইকু



সত্যান্বেষী

অনেকদিন ধরে খুঁজছি সত্যকে -

না, সত্যানন্দ, সত্যজিত বা নয় সত্যপ্রিয়কে,

অথবা সত্যদার মতো কাউকে   

যার চায়ের দোকান ছিল সায়েন্স কলেজে;

ভালো হয়, আসল সত্যকে পেলে খুঁজে


অনেকে বলবে, এই খেয়েছে,

এর স্ক্রু দেখছি ঢিলে হয়েছে;

বলতেন হয়তো সুকুমার রায়,

ন্যাড়া ক'বার বেলতলায় যায় -

এর থেকে ভালো হোত জানা;

নাহয়, খুঁজলে আদ্যানাথের ঠিকানা    


তবুও ভাবো, চাও নাকি জানতে -

কোনটা যাবে, কোনটা থাকবে,

কী করলে ভবিষ্যতে হবে না পস্তাতে ; 

পৌঁছে যাবে লক্ষ্যে কোন পথে পারলে চলতে;

কিম্বা, কার ল্যাজ ধরলে পরে পারবে ঠিক জিততে -

কোথায় যেন লেখা আছে, “সত্যমেব জয়তে                  

কি বলো তোমরা তা'হলে?    

খুঁজছি নাকি সত্যকে সকলে?



Sunday 16 June 2019

Eve to God



Eve to God

By Kavita Sinha 
(1931-1999)

Translated from Bengali by Mamata Nanada


I was the first
To know that
Rise
Is the reverse of
Fall.

Light 
And 
Dark
Both your deed 
I was the first 
To know.

Conceding in you
Or not
Is the same
I was the first 
To know.

I was the first 
To touch
The tree 
Of wisdom
The first
To bite into
The red apple
I was the first
The first was I.

I was the first 
To hold 
A fig-leaf
Between 
Shame and defiance
As in 
Heaven and hell
I was the first.


I was the first
To know
That 
You appear 
Through
Pain and despair
Amid 
Happiness and pleasure.
I saw you
In a child’s face
Through laughter 
And 
Through tears
I was the first.

I was the first
To see
The beauty of life
In gloom 
And in glee
In virtue 
And in vice.
Luxury
Is a golden shackle
I was the first
To know.
Unlike weak Adam
I was no puppet 
On your string.

I was the first
Rebellion
On your earth
I was the first.

Listen my dear
The slave
I was the first outcast
Banished from
Haven
Expelled
I was the first to know
Above heaven
Greater than 
Paradise
Is humanity
I was the first
To know.



Saturday 15 June 2019

Welcome message

Great idea Kanad - Udayan's own space for creativity, wow! Thank you. 
Just checking: was my earlier post received by all? Your feedback will be appreciated.
Just testing the system: It can be shown that when x/y = z (with x, y and z being positive integers), z does not have to be less than x; e.g., 14 divided by 2 can be shown to be 25. Difficult to comprehend, perhaps: well, I can prove that!

Friday 31 May 2019

Featured Post

Invitation

Bored, Are You? Come, Create a thing New