Tuesday 18 June 2019

কবিতার কুঁড়ি



কবিতার সঙ্গে  বন্ধুত্ব  অনেকদিনের - সেই ছোটোবেলা থেকে । সহজপাঠের কবিতার কথা দিয়ে আঁকা ছবি আর আবোলতাবোলের ছড়ার মজাই বোধহয় প্রাথমিক অনুপ্রেরণা ছিল । বাবার DIY করার অভ্যাস ছিল । একবার রান্নার গ্যাসের আগুনে কাঁচের একটা নল গরম করে কিছু একটা করার চেষ্টা করছিলেন, কিন্তু আশানুরূপ ফল হয়নি । সেই ঘটনাটা দু'লাইনে লিখেছিলাম,

গ্যাসের আগুনে কাঁচ গলে গেল
অনেকটা গ্যাস নষ্ট হল ।

এটাই আমার স্মৃতিতে প্রথম স্বরচিত কবিতা । কবিতারা এইরকম দু'চার লাইন করেই মাথায় আসে, কখনো লিখে রাখি, কখনো মনের মধ্যেই হারিয়ে ফেলি ।  এইভাবেই চলে আসছে । ছোটোবেলা থেকে fast forward করে কয়েকদিন আগে লেখা কয়েকটা কবিতার কুঁড়ি নীচে ছড়িয়ে দিলাম । 


সৃষ্টি

ক্লান্তি লাগে যদি  
চিরাচরিতের মাঝে ঘুরে মরি
এসো প্রযুক্তিবিদ ও কবি,  
নতুন একটা সৃষ্টি করি  



স্বীকারোক্তি 

মহাকাব্য লেখার নেই সময় ও ক্ষমতা
লিখি তাই কয়েক লাইনের কবিতা
হয়তো সান্ত্বনা এইটুকু,
জীবনের বড় সত্যগুলো  
আকারে অকিঞ্চিতকর হাইকু



সত্যান্বেষী

অনেকদিন ধরে খুঁজছি সত্যকে -

না, সত্যানন্দ, সত্যজিত বা নয় সত্যপ্রিয়কে,

অথবা সত্যদার মতো কাউকে   

যার চায়ের দোকান ছিল সায়েন্স কলেজে;

ভালো হয়, আসল সত্যকে পেলে খুঁজে


অনেকে বলবে, এই খেয়েছে,

এর স্ক্রু দেখছি ঢিলে হয়েছে;

বলতেন হয়তো সুকুমার রায়,

ন্যাড়া ক'বার বেলতলায় যায় -

এর থেকে ভালো হোত জানা;

নাহয়, খুঁজলে আদ্যানাথের ঠিকানা    


তবুও ভাবো, চাও নাকি জানতে -

কোনটা যাবে, কোনটা থাকবে,

কী করলে ভবিষ্যতে হবে না পস্তাতে ; 

পৌঁছে যাবে লক্ষ্যে কোন পথে পারলে চলতে;

কিম্বা, কার ল্যাজ ধরলে পরে পারবে ঠিক জিততে -

কোথায় যেন লেখা আছে, “সত্যমেব জয়তে                  

কি বলো তোমরা তা'হলে?    

খুঁজছি নাকি সত্যকে সকলে?



Sunday 16 June 2019

Eve to God



Eve to God

By Kavita Sinha 
(1931-1999)

Translated from Bengali by Mamata Nanada


I was the first
To know that
Rise
Is the reverse of
Fall.

Light 
And 
Dark
Both your deed 
I was the first 
To know.

Conceding in you
Or not
Is the same
I was the first 
To know.

I was the first 
To touch
The tree 
Of wisdom
The first
To bite into
The red apple
I was the first
The first was I.

I was the first 
To hold 
A fig-leaf
Between 
Shame and defiance
As in 
Heaven and hell
I was the first.


I was the first
To know
That 
You appear 
Through
Pain and despair
Amid 
Happiness and pleasure.
I saw you
In a child’s face
Through laughter 
And 
Through tears
I was the first.

I was the first
To see
The beauty of life
In gloom 
And in glee
In virtue 
And in vice.
Luxury
Is a golden shackle
I was the first
To know.
Unlike weak Adam
I was no puppet 
On your string.

I was the first
Rebellion
On your earth
I was the first.

Listen my dear
The slave
I was the first outcast
Banished from
Haven
Expelled
I was the first to know
Above heaven
Greater than 
Paradise
Is humanity
I was the first
To know.



Saturday 15 June 2019

Welcome message

Great idea Kanad - Udayan's own space for creativity, wow! Thank you. 
Just checking: was my earlier post received by all? Your feedback will be appreciated.
Just testing the system: It can be shown that when x/y = z (with x, y and z being positive integers), z does not have to be less than x; e.g., 14 divided by 2 can be shown to be 25. Difficult to comprehend, perhaps: well, I can prove that!

Featured Post

Invitation

Bored, Are You? Come, Create a thing New