Saturday 11 July 2020

This Gift Suits Me Not...

এই  উপহার আমায় নাহি সাজে ..

A Poem Composed by Joya Banerjee

বলেন  খুড়ো, আহা একি বিপদ বল দেখি !
বছর ঘুরলেই পাই যে একটি ডাইরি আর ক্যালেণ্ডার -
ভয় হয়, এই বুঝি  ফুরাল আমার আয়ুর ভাণ্ডার

সবাই বলে ,“ ষাট্‌, ষাট্‌, ষাট্‌, অমন কথা বলতে নেই যে খুড়ো

খুড়ো  বলেন, বুঝবি কি করে ?
এখনো যে হোস নি তোরা আমার মত  বুড়ো। 
কত কথা লিখব ভাবি ডাইরির আন্‌কোরা  নতুন পাতা ভরে,
লোকে বলে, সবকিছু হয় - ইচ্ছা  ও মনের জোরে।
ডাইরি যখন হাতের নাগালে, খুড়ো কলম পায় না খুঁজে 
পুরু লেন্সের চশমার ফাঁকে, চোখের ঘন ছানির বাঁকে
কলম পেয়ে, মহানন্দে , লিখতে যখন বসে 
আবছা হয়ে আসে যে তার দুই নয়নের দৃষ্টি
আলোছায়া ছবির মাঝে,
ক্লান্তি তখন নেমে আসে চোখের পাতা জুড়ি 
স্বপনপুরীর ঘুমের দেশে, ধুলায় মিলায় স্মৃতি 
দিনের পরে দিন চলে যায় , ডাইরি হয় না লেখা 
মাসের পরে মাস কেটে যায়, অটল ভাবে, স্থির থাকে 
দেওয়ালের ঐ ক্যালেণ্ডারের পাতা।  

No comments:

Featured Post

Invitation

Bored, Are You? Come, Create a thing New